আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘাত এড়াতে নাটোর ১৪৪ ধারা জারি

0
14

নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে উভয় গ্রুপ একই জায়গায় সভা ডাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এমপি বকুল গ্রুপ ও লালপুর উপজেলা আওয়ামী লীগ গ্রুপ উপজেলার রামপাড়া স্কুল এন্ড কলেজে এক সভা আহ্বান করে। দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নায়েব উদ্দিন মালিথার সভাপতিত্বে আজ বুধবার (২৩ ডিসেম্বর) একই সময়ে এই সভার আহ্বান করা হয়।

এতে করে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আতংক ও উত্তেজনা বিরাজ করায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যূতি মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টার সময় মাইকিংয়ের মাধ্যমে উক্ত ইউনিয়নে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যূতি ও লালপুর থানার ওসি সেলিম রেজা সত্যতা নিশ্চিত করে বলেন, আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেই কারনেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here