বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে

0
0

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে গেলো একদিনে ৫ লাখসহ মোট আক্রান্ত প্রায় পৌনে ৮ কোটি। আর নতুন করে প্রায় ৯ হাজারসহ প্রাণহানি ১৭ লাখ ছাড়িয়েছে।বিশ্ব জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৬৯ জন। এর মধ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ২১৯ জন।আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮ হাজার ৯১৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৮০১ জন।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ২৬ হাজার ৭৭২ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৭১৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যুতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭২ লাখ ৬৪ হাজার ২২১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২২ জনের।

এদিকে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৫ হাজার ৪২২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার ১৪৫ জনের।

এর আগে গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২২০টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here