বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

0
15

ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার খবর পাওয়া গেছে।

রোববার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে অন্তত ৫টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানান শহরটিতে কর্মরত সাংবাদিকরা। ইরাকের মাটিতে ইরানি সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি হত্যার বর্ষপূর্তির প্রাক্কালে এমন হামলার খবর সামনে এলো।

রকেট হামলার কিছুক্ষণের মধ্যেই মার্কিন দূতাবাসের সি-র‍্যাম রকেট ডিফেন্স সিস্টেম চালুরও আভাস পেয়েছেন সংবাদকর্মীরা।

ঘটনার পরে ইরাকি সেনাবাহিনীর দেয়া বিবৃতিতে বলা হয়, এ হামলায় সম্পদের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন দূতাবাসের নিকটবর্তী অত্যন্ত সুরক্ষিত এলাকা গ্রিন জোনে অন্তত ৩টি রকেট ভূপাতিত হয়েছে। আর অন্য দুটি রকেট আঘাত হেনেছে পার্শ্ববর্তী আবাসিক এলাকায়।

ওই আবাসিক এলাকার ভবনে রকেট আঘাত হেনেছে বলে জানান এক স্থানীয় বাসিন্দা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘সবাই চিৎকার করে কান্নাকাটি করছে।’

এক সাংসদ জানিয়েছেন, তার বাড়িটিও রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বছরও একাধিক ইরাকি স্থাপনা ও বাড়িকে লক্ষ্য করে বেশকিছু রকেট হামলা চালানো হয়। পশ্চিমা এবং ইরাকি কর্তৃপক্ষ এ হামলার জন্য বরাবরই ইরানপন্থী উগ্রবাদীদের দায়ী করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here