হঠাৎ করেই বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক কিছুটা শীতল হয়ে গেছে

0
0

২৬ মার্চ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে উষ্ণতা ফেরাতে চান মোদী। ১৭ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠক করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘বাংলাদেশের ঐতিহাসিক বিজয় উদযাপনে অংশ নেওয়া হবে আমাদের জন্য অত্যন্ত গর্বের এক ব্যাপার।’

বক্তব্যের শুরুতেই মোদী জানিয়ে দেন, আগামী বছর ভারতও ‘সোনালী বিজয়ের বছর’ পালন করবে।

ভারতীয় গণমাধ্যমগুলো প্রায়শই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ ও ভারতের বিজয় হিসেবে চিত্রায়িত করে। এটিকে ভালোভাবে নেয় বাংলাদেশ। তবে ভাষণে মোদী একাধিকবার এই বিজয়কে বাংলাদেশের বিজয় বলেছেন। স্পষ্টভাবেই তিনি বুঝিয়ে দিয়েছেন, এবার অন্তত বাংলাদেশের বিজয় ছিনতাই করতে চায়না দিল্লি।

প্রতিবেদনে বলা হয়, দু’দেশের মধ্যে সৃষ্ট শীতলতায় ভারতের দায় ব্যাপক। তবে তারা বুঝতে পারছেন বাংলাদেশকে তাদের প্রয়োজন।

ভারতের গত নির্বাচনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ‘বাংলাদেশি’ অনুপ্রবেশকারীর কথা উল্লেখ করেছেন। এটিও দুই দেশের সম্পর্কে যথেষ্ট প্রভাব ফেলে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সুযোগে সেটিও কাটিয়ে নিতে চায় দিল্লি।

ভারত চায়, ১৯৭১ সালের বিজয় যেনো ইতিহাসের শ্রেষ্ঠতম বিজয়ের একটি বলে পরিগণিত হয়। বাংলাদেশের উৎসবের অংশ হয়ে তারা পাকিস্তানকে আবারও তা মনে করিয়ে দিতে আগ্রহী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here