নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পরিবেশ ও জ্বালানি দলকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার এ দল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘উচ্চাভিলাসী পরিকল্পনা’ বাস্তবায়নে নেতৃত্ব দেবে।
ব্রিটিশ সংবাদমমাধ্যম বিবিসির খবরে বলা হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলার ইস্যুটি বাইডেন সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যা ছিল একেবারেই বিপরীত। পরিবেশ ও জ্বালানি দলকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বাইডেন বলেছেন, ‘নষ্ট করার মতো সময় নেই।’
মার্কিন সিনেট যদি বাইডেনের গঠিত এই দলকে অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথবারের মতো কোনো কৃষাঙ্গ পরিবেশ প্রতিরক্ষা সংস্থার (ইপিএ) প্রধান হবেন।
আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্পকে হারানো জো বাইডেন। তিনি বলেন, ‘আমরা সংকটের মধ্যে রয়েছি। কোভিড-১৯ মোকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে তেমনই জলবায়ু পরিবর্তন ইস্যুতেও ঐক্যবদ্ধভাবে জাতীয় প্রতিক্রিয়া দরকার।’
জলবায়ু ইস্যুতে ট্রাম্পের ঠিক বিপরীত অবস্থান নিতে যাচ্ছেন বাইডেন। ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে এসেছিলেন। জো বাইডেন ঘোষণা দিয়েছেন, তিনি পুনরায় প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে যুক্ত করবেন। তিনি বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমেরিকাকে শীর্ষে ফেরানো হবে।’