হাসপাতালে গিয়ে করোনা বিধি ভাঙলেন মেলানিয়া!

0
12

করোনা বিধি ভাঙলেন বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। চিলড্রেন’‌স ন্যাশনাল হাসপাতালে যেয়ে মাস্ক খুলেই শিশুদের গল্প পড়ে শোনালেন। একটি ছবিতে দেখা গেল, ক্রিসমাস ট্রির সামনে বসে গল্প পড়ে শোনাচ্ছেন মেলানিয়া। মুখে মাস্ক নেই। এরপর থেকেই শুরু বিতর্ক।

হাসপাতালের বিধি অনুযায়ী, সেখানে প্রবেশ করলেই মাস্ক পরতে হবে। হাসপাতালের হল, ক্যাফেটেরিয়াতেও মাস্ক পরতে হবে। কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর জন্যই এই নিয়ম। কেন মেলানিয়া মাস্ক পরলেন না, সেই নিয়ে মুখ খোলেননি। মাস্ক না পরার জন্য কোনও বিশেষ অনুমতি নিয়েছিলেন কিনা, তাও জানা যায়নি।

হাসপাতালের মুখপাত্র ডায়না ট্রস জানালেন, আমাদের প্রথম লক্ষ্য হল রোগী, তাদের পরিবার এবং কর্মীদের সুরক্ষা। ওয়াশিংটন ডিসি’র স্বাস্থ্যবিধি অনুসারে কোনও ব্যক্তি বক্তৃতা করার সময় মাস্ক নাও পরতে পারেন, যদি তার থেকে ৬ ফিট দূরে শ্রোতারা বসে থাকেন।’‌

ট্রসের কথায়, মেলানিয়া হাসপাতালের একটি বড় হলে ৩২৫ জন রোগীকে গল্প পড়ে শোনান। সে সময় রোগীদের থেকে তার দূরত্ব ১২ ফিট ছিল। সেখানে উপস্থিত সকলেই মাস্ক পরেছিলেন। হাসপাতালে থাকাকালীন বাকি সময় মাস্ক পরেছিলেন মেলানিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here