বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে ভারতের ভ্যাকসিন কূটনীতি

0
12

এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের জবাব দিতে করোনা ভাইরাসের টিকা সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেবে ভারত। বাংলাদেশকে তারা এ বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছে। কানাডা থেকে প্রকাশিত অনলাইন বিএনএন ব্লুমবার্গে প্রকাশিত ‘ইন্ডিয়া সিকস টু মেন্ড বাংলাদেশ টাইজ উইথ ভ্যাকসিন ডিপ্লোম্যাসি’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা লিখেছেন অর্চনা চৌধুরী এবং অরুণ দেবনাথ। এরই মধ্যে বৃহস্পতিবার ভার্চ্যুয়াল সামিট হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে। প্রতিবেদনে তারা লিখেছেন, গত বছর ভারত যখন ধর্মভিত্তিক বিতর্কিত নাগরিকত্ব বিষয়ক আইন পাস করে তখন থেকেই দু’দেশের সম্পর্কে যথেষ্ট অবনতি হয়েছে। তারপর এটাই প্রথম এই দুই দেশের শীর্ষ নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠক। বাংলাদেশ সহ প্রতিবেশী তিনটি মুসলিম দেশের অমুসলিম নাগরিকদের দ্রুত নাগরিকত্ব দেয়ার জন্য ভারত নতুন করে নাগরিকত্ব আইন পাস করে। ভারতে যখন এই আইন পাস হয় তখন বাংলাদেশের বিভিন্ন স্থানে এর প্রতিবাদ হয়।
এরপর গত বছর ডিসেম্বরে ভারতে সরকারি সফর বাতিল করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার পর থেকেই ঢাকার সঙ্গে সম্পর্ক মসৃণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। এমনিতেই এই দুটি দেশের মধ্যে সহযোগিতার দীর্ঘ ইতিহাস আছে।
এ বছর দু’বার বাংলাদেশ সফর করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আগস্টে তিনি দ্বিতীয় সফরে আসেন, যখন চীনের সঙ্গে তাদের সীমান্ত বিষয়ক উত্তেজনা তুঙ্গে। এখানে মনে রাখা দরকার যে, বাংলাদেশে ৪০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে চীন। ভারত সরকারের ডাটা অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৯ সালের মার্চে সমাপ্ত অর্থবছরে বাণিজ্যের পরিমাণ ছিল ১০২৫ কোটি ডলার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর দেলওয়ার হোসেন মনে করেন, তিস্তার পানিবন্টন চুক্তিতে দীর্ঘ ব্যর্থতা এবং ভারতে নতুন নাগরিকত্ব আইন করা এই দুটি বিষয় বাংলাদেশের জনমনে নয়া দিল্লি বিরোধী একটি মনোভাব গড়ে তুলেছে, যদিও তাদের মধ্যে কয়েক দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তার ভাষায়- এখন কোভিড-১৯ দুটি দেশকে আবার একত্রিত করেছে।
ওদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সময় ঢাকাকে করোনা ভাইরাসের টিকা সরবরাহের প্রতিশ্রুতি দেন। এরপর নভেম্বরে ৩ কোটি টিকা সরবরাহের বিষয়ে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here