ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনার টিকায় অ্যালার্জি জনিত পার্শ্ব-প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী টিকাটি নেয়ার পর অ্যালার্জি জনিত সমস্যা দেখা দেয়। তবে নতুন বিধিনিষেধ ছাড়াই টিকাটির ব্যবহার চালিয়ে যাওয়ার কথা বলেছে মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)। এ খবর দিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।
গত সপ্তাহে টিকা গ্রহণের পর পার্শ্ব-প্রতিক্রিয়ার এই তথ্য সামনে আসে। যার মধ্যে দুটি ঘটনা ঘটেছে বৃটেনে এবং তৃতীয়টি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আলাস্কায়। গত বুধবার আলাস্কা হাসপাতালের এক কর্মী কম গুরুতর এই পার্শ্ব-প্রতিক্রিয়ার কথা জানান।
এফডিএ এক বিবৃতিতে জানিয়েছে যে, এই পরিস্থিতিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কীভাবে এই প্রতিক্রিয়াগুলো কাজ করছে তা খতিয়ে দেখার জন্য রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলোর সঙ্গে তারা দল বেঁধে একসাথে কাজ করছেন। এসময় এফডিএ আরো জানায়, তারা বিদ্যমান সকল প্রয়োজনীয়তার উপর নজর রাখছে।
মার্কিন ঔষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান সংস্থা বায়োএনটেকের সম্মিলিত প্রচেষ্ঠায় করোনার উদ্ভাবিত এই টিকার কয়েক মাস ধরে কয়েক হাজার মানুষের শরীরে ক্লিনিকাল ট্রায়াল চলে। সম্প্রতি কয়েকটি দেশে এ টিকার প্রয়োগ শুরু হয়েছে।
তবে টিকার পার্শ্ব-প্রতিক্রিয়া এ ঘটনাগুলো হঠাৎ করে সামনে এলো। যা হয়তো ভ্যাকসিন গ্রহণে জনসাধারণের মনে কিছুটা জটিলতার সৃষ্টি করতে পারে।