চীন-ভিয়েতনামের ১৫ নাবিক নিয়ে জাহাজ নিখোঁজ

0
11

চীন এবং ভিয়েতনামের ১৫ নাবিকসহ পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জাহাজটি ডুবে গেছে বলে জানিয়েছে ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম। কার্গো জাহাজে থাকা চীন এবং ভিয়েতনামের ১৫ নাবিকের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভিয়েতনামের বিন থুয়ান-এ চীনের ১১ এবং ভিয়েতনামের ৪ নাবিক নিয়েই ‘জিন হং’ নামের জাহাজটি সাগরে ডুবে যায়। বিশাল কার্গো জাহাজটি মালয়েশিয়া থেকে ‘কাদামাটি’ নিয়ে হংকং-এর দিকে যাত্রা করছিল। এসময় সাগর উত্তাল হয়ে পড়ে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ৭ হাজার ৮শ টন কাদামাটি নিয়ে জাহাজটি ডুবে যায়।

জাহাজটি বিপদের আভাস পেয়ে সংকেত পাঠায় বলেও জানা গেছে। কিন্তু এর কিছুক্ষণের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নাবিক এবং জাহাজের সন্ধানে সাগরে উদ্ধারকারী দল পাঠিয়েছে ভিয়েতনাম সরকার। সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হলেও এখনো কোন হদিস পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here