করোনায় একদিনে সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যু

0
13
JAKARTA, INDONESIA - SEPTEMBER 11: A municipal cemetery worker walks through a special cemetery for suspected Covid-19 victims on September 11, 2020 in Jakarta, Indonesia. Jakartas governor, Anies Baswedan, has ordered the reimposition of strict measures to curtail rising cases of the Covid-19 Coronavirus, starting Monday Sept. 14 due to an alarming shortage of ICU and quarantine beds in hospitals treating an increasing number of COVID-19 patients.(Photo by Ed Wray/Getty Images)

ডেস্ক রির্পোট: বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি এবার আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত একদিনেই সাত লাখের বেশি মানুষের করোনার শনাক্তের পাশাপাশি রেকর্ড মৃত্যু দেখেছে বিশ্ববাসী। এদিন প্রাণ হারিয়েছেন সাড়ে ১৩ হাজার মানুষ। এদিনও শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও আগের তুলনায় বেড়েছে সুস্থতার হার।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ১৬ হাজার ৫৯৮ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৪৫ লাখ ১৬ হাজার ৬৭৪ জনে। নতুন করে ১৩ হাজার ৪৯৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৫৪ হাজার ৪০১ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৫ লাখ ৪৫ হাজার ৭৩৯ জন রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭২ লাখ ৯৪ হাজার ৩১৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৬২৯ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত ৯৯ লাখ ৫১ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৪৪ হাজার ৪৮৭ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭০ লাখ ৪৩ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮২২ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৭ লাখ ৩৪ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৮ হাজার ৫৬৪ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৪ লাখ ৯ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৯ হাজার ৩৬১ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ১৯ লাখ ২৮ হাজার ১৬৫ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ১২১ জনের।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১৯ লাখ ১৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৫ হাজার ৫২০ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ১৮ লাখ ৮৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৬৬ হাজার ৫৩৭ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৮২ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ৪৮ হাজার ৫৯৬ জনের।

মেক্সিকোয় করোনার ভুক্তভোগী ১২ লাখ ৬৭ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৯৯ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ রোববার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ২৯ হাজার ৩৫১ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ১৫৬ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here