ওয়েস্ট ইন্ডিজ আসছে ১০ জানুয়ারি

0
26

ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। জানুয়ারির শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের সফরের মধ্য দিয়ে এই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

সফর সংক্ষিপ্ত করে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসছে ক্যারিবিয়ানরা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সফরের ঘোষণা দিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

কোয়ারেন্টাইন পর্ব শেষে ২০ জানুয়ারি মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। দ্বিতীয়টি ২২ জানুয়ারি হবে মিরপুরে। তবে শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে ২৫ জানুয়ারি।

এরপর বন্দরনগরীতেই দুই ম্যাচের প্রথম টেস্টটি হবে ৩ ফেব্রুয়ারি। আর ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল।

উল্লেখ্য, প্রাথমিক সূচি অনুযায়ী তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হলেও দুই বোর্ডের আলোচনার প্রেক্ষিতে একটি ম্যাচ কমানো হয়েছে। সঙ্গে বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

বাতিল হওয়া টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আমরা আলোচনা করেছি। উভয় বোর্ডই পরে কোনও এক সুবিধাজনক সময়ে টি-টোয়েন্টি সিরিজটি খেলায় সম্মত হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here