কাতারে সড়ক দুর্ঘটনায় হাফেজ মুইজুদ্দীন ভূঁইয়া (৩৫) নামে এক বাংলাদেশি ইমামের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার ভোর বেলায় দোহার মাতার কাদিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফজর নামাজের সময় মসজিদে যাওয়ার পথে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল গ্রামের বাসিন্দা।
২০১৪ সালে হাফেজ মুইজুদ্দীন ভূঁইয়া কাতার ধর্ম মন্ত্রণালয় ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মৃত্যুতে কাতারে আলেম সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ও এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।