নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থেকে না ফেরার দেশে চলে গেলেন হেফাজতের ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার প্রেস সচিব মুফতি মুনির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হেফাজতের ইসলামের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী বলেন, ‘গত ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থতাবোধ করলে আল্লামা নূর হোসাইন কাসেমীকে রাজধানীর ইউনাটেড হাসপাতালে নেয়া হয়। গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।’
নূর হোসাইন কাসেমি মৃত্যুর আগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল- হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।