ইইডি’র সাবেক প্রধান প্রকৌশলী হানজালার বেতন-ভাতা প্রত্যাহার চেয়ে রিট

0
14

শিক্ষা প্রকৌশল অধিদফতর (ইইডি) এর সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার বিরুদ্ধে রিট করা হয়েছে। ভুয়া সার্টিফিকেটে অতিরিক্ত সময় চাকরি করার কারণে ওই সময় তিনি যে বেতন-ভাতা নিয়েছেন সেগুলো প্রত্যাহার চেয়ে হাইকোর্টে এ রিট করা হয়। মহসীন আলী নামে এক ব্যক্তি সম্প্রতি রিটটি করেন।
রিটে বলা হয়, শিক্ষা প্রকৌশল অধিদফতর থেকে সদ্য বিদায় নেয়া প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা ১৯৮১ সালে চাকরিতে প্রবেশকালে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেননি। এমনকি মুক্তিবার্তায়ও তার নাম নেই। ২০১৫ সালে তার স্বাভাবিক অবসরে যাবার কথা থাকলেও মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট দেখিয়ে তিনি অতিরিক্ত এক বছর চাকরি করেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে তাকে আরো দু’বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। মুক্তিযোদ্ধা না হয়েও তিনি যে অবৈধভাবে সুযোগ-সুবিধা ভোগ করেছেন তা প্রত্যাহার চেয়ে রিট মামলাটি দায়ের করা হয় বলে জানান রিটকারীর আইনজীবী।
বাদী মহসীন আলীর আইনজীবী জেড আই খান পান্না এ প্রসঙ্গে বলেন, ২০১০ সালের ৭ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর দফতর থেকে একটা সার্কুলার জারি হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, যেসব কর্মকর্তা-কর্মচারী চাকরিতে প্রবেশের সময় বা আবেদন করার সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করেননি অথবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত সার্টিফিকেট নেননি বা মুক্তিবার্তায়/ গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি- কিন্তু বর্তমানে মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছে বা সার্টিফিকেট নিয়েছে তাদের ক্ষেত্রে ৫৭ বছর চাকরিকাল অর্থাৎ পরবর্তী দুই বছর বর্ধিত চাকরিকাল প্রযোজ্য হবে না। এই ক্রাইটেরিয়া তিনি যেহেতু পূরণ করেননি সেই কারণে আমরা তিনি যে সুবিধাদি, বেতন-ভাতাদি ভোগ করেছেন সেগুলো সরকারের নিকট ফেরত দেয়ার জন্য রিট আবেদনটি করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here