আগামী মাসেই করোনার টিকা পাচ্ছে বাংলাদেশ

0
0

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসেই (জানুয়ারি) দেশে করোনার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার সকালে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ভারতের সেরাম ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে ক্রয়চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আশাবাদ জানান, সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই ভ্যাকসিনের প্রথম চালান পাবে বাংলাদেশ। প্রতিমাসে ৫০ লাখ করে ৬ মাসে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

আজ বাংলাদেশের পক্ষ থেকে ক্রয় চুক্তি সই হয়েছে। আজই চুক্তির কাগজ পাঠানো হবে ভারতের সেরাম ইনস্টিটিউটে। ১৫ ডিসেম্বরের মধ্যে সই হয়ে তা ফেরত আসবে বাংলাদেশে।

মন্ত্রী আরো জানান, অক্সফোর্ডের করোনা টিকা ৩ কোটির বেশি দিতে না পারলে অন্য দেশ থেকে ভ্যাকসিন আনা হবে।

সেলক্ষ্যে অক্সফোর্ড ছাড়াও রাশিয়া চীন ও যুক্তরাষ্ট্রেও ভ্যাকসিনের বিষয়ে যোগাযোগ হচ্ছে। শীত মৌসুমে সংক্রামণের হার বাড়তি থাকায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহবানও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here