পৃথিবীর অন্যতম সুন্দর সৃষ্টি তুমি, স্বামীকে সানা খান

0
24

বিয়ের পর কাশ্মীরে হানিমুন কাটাচ্ছেন সানা খান। বিয়ের কয়েকদিন পর হানিমুনের উদ্দেশে কাশ্মীরে রওনা দেন সানা। ভূস্বর্গে গিয়ে একের পর এক ছবি শেয়ার করছেন প্রাক্তন বলিউড অভিনেত্রী।

সানা খানের পাশাপাশি মাওলানা আনাস সাঈদও ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কাশ্মীরের সৌন্দর্য দেখে অভিভূত আনাস বলেন, সৃষ্টিকর্তার কী অপূর্ব সৃষ্টি।

আনাস যখন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান, তার অপূর্ব সৃষ্টির জন্য, সেই সময় স্বামীর শেয়ার করা পোস্টে পাল্টা মন্তব্য করতে দেখা যায় সানাকে। এক সময়ের অভিনেত্রী বলেন, সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টির মধ্যে আনাস একজন। ওই পোস্টে ভালবাসাও প্রকাশ করতে দেখা যায় এক সময়ের অভিনেত্রীকে।
সম্প্রতি বিনোদন জগৎ থেকে বিদায় নেন সানা খান। বলিউড থেকে বিদায় নিচ্ছেন বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানিয়ে দেন সানা। সেই সঙ্গে নিজের সমস্ত অ্যাকাউন্ট থেকে আগের ছবি ডিলিট করে দেন তিনি।

বলিউড থেকে বিদায় নেওয়ার কয়েকদিনের মধ্যেই গুজরাটের মাওলানা আনাস সাঈদকে বিয়ে করেন সানা খান। আল্লাহর ইচ্ছাতেই আনাসকে বিয়ে করেছেন বলেও জানান সানা খান। পাশাপাশি আনাসের সঙ্গে এ জন্মের পাশাপাশি ‘জান্নাতে’ গিয়েও তিনি থাকতে চান বলেও আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here