আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা ও তার গাড়ির চালককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এর আগে গত মাসে দেশটিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন দুজন সাংবাদিক। খবর ডনের।
আফগানিস্তানের পূর্ব নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরের রাস্তায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার পর এ ঘটনা ঘটে।
নিহত সাংবাদিকের নাম মালালাই মাইওয়ান্দ। তার বয়স ২০ বছর। তার গাড়িচালকের নাম মোহাম্মদ তাহির। তারা কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বন্দুকধারীরা তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তারা মারা যান।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি এ ঘটনা নিশ্চিত করেন।
এনিকাস রেডিও ও টেলিভিশন চ্যানেলে চার বছরেরও বেশি সময় ধরে উপস্থাপক হিসেবে কাজ করছিলেন মালালাই।
সাংবাদিকতা ছাড়া নারী ও শিশুকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন এ উপস্থাপিকা।