২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের প্রাণ গেলো, শনাক্ত ২২০২

0
16

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯০৬ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২২০২ জন। মোট শনাক্ত ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ১ হাজার ১৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ১৩৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২০০ টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৮ লাখ ৯৪ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here