মীর আনিস/ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুর ও মধুখালী পৌরসভার নির্বাচনের প্রচারনার শেষ দিনে গণসংযোগে ব্যস্ত সময় কাটিয়েছেন দুই সিটির মেয়র প্রার্থীরা। প্রার্থী, কর্মী-সমর্থকদের যেন নিঃশ্বাস ফেলার সময় নেই। ছুটে চলছেন ভোটারদের বাড়ি বাড়ি। নানা স্লোগানে ও গানে গানে, অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন আওয়ামী ও বিএনপির সমর্থিত প্রার্থীরা।
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিন আজ। আজ সোমবার রাত বারোটার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম বন্ধ করতে হবে প্রার্থীদের। সারা দেশের বিভিন্ন পৌর এলাকায় প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
এই প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন নিয়ে উৎসব ও উত্তেজনার শেষ নেই। স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা দেশের পৌর এলাকায় প্রচারণা চালাচ্ছেন। আগামী ১০ ডিসেম্বর ফরিদপুরের ০২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১০ ডিসেম্বর নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।