ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে ‍দুই বাংলাদেশি নিহত

0
14

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর ৫টার সময় হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ২৬৭নং পিলারের নিকট এ ঘটনা ঘটে বলে জানান বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আবদুল মজিদের ছেলে রবিউল ইসলাম (২১) ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মৃত ভাকু মোহাম্মদের ছেলে নাজির উদ্দিন (৩০)।

চেয়ারম্যান জানান, ভোরবেলা রবিউলসহ কয়েকজন বেতনা সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গেলে বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আহত হন তারা। পরে আহত অবস্থায় বাংলাদেশে ফেরত আসে। পরিবারের সদস্যরা আহতদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দু’জনেই মারা যান।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here