রাজাকারদের তালিকা করতে আইন অনুমোদন

0
0

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধকালীন রাজাকারদের তালিকা তৈরির বিধান রেখে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার কথা বলা হয়েছে নতুন আইনে। নতুন আইনের ফলে ২০০২ সালে তৈরি হওয়া আইনটি বাতিল হয়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২০’ আইনে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মহান মুক্তিযুদ্ধে যারা দেশের বিরোধিতা করেছিল এবং বিরোধিতাকারীদের যারা সহায়তা করেছিল, তাদের তালিকা করে গেজেট আকারে প্রকাশ করার সুপারিশ করা হয়েছে।

কেউ মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযুদ্ধের সনদ নিলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আইনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here