দুই ভদ্রলোকের লড়াই

0
0

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের মধুখালী পৌরসভার নির্বাচনে দুই ভদ্রলোকের লড়াই হিসেবে অভিহিত হচ্ছে। রাজনৈতিক লেবাসের বাইরে দুইজনই সমাজে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত।
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ও বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মধুখালী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দীন আহম্মেদ সতেজ সমাজে ক্লীন ইমেজধারী নিপাট ভদ্রলোক। দুইজনেরই আছে সমাজে ব্যাপক গ্রহনযোগ্যতা। দলমত নির্বিশেষে দুইজনই সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করে আছে।
দুই প্রার্থীর সামনেই বাধা হয়ে আছে কিছু অভিমানী নেতা-কর্মী। এদের অভিমান ভাঙ্গিয়ে দলের পক্ষে প্রচারনায় নামাতে হবে , এছাড়াও পৌর এলাকায় ভাসমান ভোটারদের সমর্থন যে বেশী পাবে সেই নির্বাচনে জয়ী হবে।
অপর দিকে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা যার যার ইমেজ দিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন।
বিগত নির্বাচন পরিসংখানে দেখা যায় মধুখালী উপজেলায় আওয়ামীলীগের সমর্থকের চেয়ে আওয়ামীলীগ বিরোধী সমর্থকই বেশী। পৌর এলাকায় নৌকার সমর্থক থেকে ধানের শীষের সমর্থক সামান্য বেশী। গত উপজেলা নির্বাচনে পৌর এলাকায় নৌকার চেয়ে ধানের শীষ বেশী ভোট পেয়েছে।
দল ও ব্যক্তি ইমেজ দিয়েই ভোটে জেতা যাবে না। ভাসমান ভোটার ও অভিমানী নেতা-কর্মীদের মান ভাঙ্গিয়ে মাঠে সোচ্চার করাতে পারলেই ফলাফল বের হয়ে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here