ফ্রান্সে পুলিশ নিরাপত্তা বিলের বিরুদ্ধে বিক্ষোভ-সংঘর্ষ-গ্রেপ্তার

0
0

ফ্রান্সের আলোচিত পুলিশ নিরাপত্তা বিলের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে দেশটির মানুষ। প্যারিসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিবিসি জানায়, বিদ্বেষপ্রসূত হয়ে পুলিশের ছবি বা ভিডিও ধারণ করলে অপরাধের পর্যায়ে পড়বে, এমন একটি বিল অনুমোদনের অপেক্ষায় আছে ফ্রান্সে।
দেশটির নাগরিক সমাজ ও সাংবাদিকদের দাবি, এ বিলের ফলে পুলিশের নিষ্ঠুরতা প্রকাশ্যে আসবে না, যাতে তারা শাস্তির আওতার বাইরে থেকে যাবে।
যদিও সরকারের দাবি, অনলাইনে নিগ্রহ থেকে পুলিশকে সুরক্ষা দেবে এ বিল।
এর মধ্যে এক কৃষ্ণাঙ্গ যুবক পুলিশি নিষ্ঠুরতা স্বীকার হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীতে। জড়িত পুলিশ কর্মকর্তাদের বরখাস্তও করা হয়।
এমন পরিস্থিতিতে পুলিশ নিরাপত্তা আইনের বিরুদ্ধে নাগরিকদের অনাস্থা আরও বেশি তীব্র হয়ে উঠে। গত সপ্তাহে পার্লামেন্টের নিম্নকক্ষে এ বিল পাস হয়। এখন সিনেটে পাস হলেই বিলটি আইনে পরিণত হবে।
শনিবার এ বিলের বিরুদ্ধে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ প্যারিসের রাস্তায় নেমে আসে। শুরু থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও পরবর্তীতে সহিংস রূপ ধারণ করে।
বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ও আতশবাজি ছুড়ে মারে। পুলিশ পাল্টা টিয়ার গ্যাস ছুড়ে। রাস্তায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পোড়ানো হয় গাড়ি ও সংবাদ পত্রিকার একটি স্ট্যান্ড।
কর্তৃপক্ষ জানায়, পুলিশ অন্তত ৪৬ জন গ্রেপ্তার করেছে। সংঘর্ষে ১০ জন পুলিশ আহত হয়েছেন।
এদিন প্যারিস ছাড়াও বোর্দো, লিলি, মন্টপিলিয়ার, ন্যান্তেসের মতো বড় শহরগুলোতেও বিক্ষোভ চলে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here