শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন শুরু

0
0

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এবার শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। আগামী ২৬ শে মার্চে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এজন্য ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন গবেষণার ভিত্তিতে যাচাইবাছাই করে এই তালিকা প্রস্তুত করা হবে। মন্ত্রী জানালেন, দেশের জন্য শহীদ বুদ্ধিজীবীদের অবদানকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। এছাড়া, সারাদেশে বধ্যভুমি সংরক্ষণ করে আগামী বছরের জুন মাসের মধ্যে স্মৃতিসৌধ স্থাপন করা হবে।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংঘটিত বুদ্ধিজীবী হত্যাকান্ড ইতিহাসের এক নৃশংসতম ঘটনা। বাঙ্গালী শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী ও চিন্তাবিদরা সুপরিকল্পিত এই নিধনযজ্ঞের শিকার হন। বাংলাদেশকে মেধাশূন্য করতেই চালানো হয় এই হত্যাকাণ্ড।

স্বাধীনতার পর ১৯৭৩ সালে ১২৪জন শহীদ বুদ্ধিজীবীর একটি তালিকা করে সরকার। অনানুষ্ঠানিক এই তালিকাটিই এখন পর্যন্ত একমাত্র রাষ্ট্রীয় তালিকা। এবার সারাদেশ থেকে নথি সংগ্রহ করে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির কাজে হাত দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এজন্য বীর মুক্তিযোদ্ধা, গবেষক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যাচাইবাছাই কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বললেন, দীর্ঘ সময় পর হলেও এই তালিকা প্রণয়ন জরুরি ছিলো।

বিভিন্ন গবেষণা গ্রন্থ ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে পাওয়া তথ্য যাচাইবাছাই করে কমিটি তালিকা তৈরী করবে।

এদিকে, সারাদেশের বধ্যভূমিগুলোতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এ পর্যন্ত ৫০০টি স্মৃতি স্মারক নির্মাণ করা হয়েছে। এখনও বধ্যভূমির তালিকা তৈরীর কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সেই তালিকা অনুযায়ি আগামী বছরের জুন মাসের মধ্যে সকল বধ্যভূমিতে স্মৃতি স্মারক নির্মাণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here