ফাইজার-মডার্না-অক্সফোর্ডের ভ্যাকসিনের চেয়ে স্পুটনিক ফাইভ বেশি কার্যকর, দাবি রাশিয়ার

0
0

স্পুটনিক ফাইভ করোনা ভ্যাকসিন ৯৫ শতাংশের বেশি কার্যকর বলে দাবি করেছে রাশিয়া। এই ভ্যাকসিন ট্রায়ালে ফাইজার, মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের চেয়েও বেশি সফলতা দেখিয়েছে বলে দাবি দেশটির।

আজ মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ভ্যাকসিনটির বিকাশে সহায়তার পাশাপাশি এর বিপণন করছে। আজ এক সংবাদ ব্রিফিংয়ে আরডিআইএফ এর প্রধান কিরিল দিমিত্রিভ বলেন, ‘স্পুটনিক যথেষ্ট কার্যকারিতা দেখিয়েছে, ৯৫ শতাংশেরও বেশি।’

‘এটি কেবল রাশিয়ার জন্য ইতিবাচক সংবাদ নয়, সারা বিশ্বের জন্য, সব দেশের জন্য,’ যোগ করেন তিনি।

এর আগে গত ১১ নভেম্বর স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের ৯২ শতাংশ কার্যকারিতার দাবি করেছিল মস্কো।

স্বেচ্ছাসেবকদের ওপর ভ্যাকসিনটির শেষ পর্যায়ের পরীক্ষার প্রাথমিক ফলাফল থেকে আজকের কার্যকারিতার তথ্য জানানো হয়েছে। ১৯ হাজার স্বেচ্ছাসেবকদের ওপর দুই ডোজ ভ্যাকসিন প্রয়োগের ৪২ দিন পরের তথ্যের ভিত্তিতে ৯৫ শতাংশেরও বেশি কার্যকারিতার বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন-

রাশিয়ার স্পুটনিক ফাইভ করোনা ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকরের দাবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here