পদোন্নতি পেয়ে পিএসও হলেন মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান

0
0

সেনা সদর দপ্তরের সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করেছে সরকার।

গুরুত্বপূর্ণ এই পদে তাকে নিয়োগের খবরটি উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা মঙ্গলবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ওয়াকার-উজ-জামান পিএসও পদে লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের উত্তরসূরি হচ্ছেন।

মাহফুজুর রহমানের চাকরির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে, সেদিন থেকেই নতুন পিএসওর নিয়োগ কার্যকর হবে।

১৯৮৫ সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন পাওয়া ওয়াকার-উজ-জামান সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। তার আগে তিনি নবম পদাতিক ডিভিশনের নেতৃত্বে ছিলেন।

সেনাবাহিনীতে দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস এবং সেনা সদরদপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সেনা সদরদপ্তরের সামরিক সচিবের শাখাতেও তিনি বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন।

অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই সেনা কর্মকর্তা।

মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করার পর লন্ডনের কিংস কলেজে মাস্টার্স করেন ওয়াকার-উজ-জামান।

ব্যক্তিগত জীবনে ওয়াকার-উজ-জামান দুই মেয়ের বাবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here