নিজস্ব প্রতিবেদক: মাস্ক পরার বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জরিমানার পরিমাণ বাড়ানো হবে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সচিব।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে এজেন্ডার বাইরে মাস্ক পরার বিষয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে কয়েক হাজার মানুষকে জরিমানা করা হয়েছে। এর পরও যদি মানুষ সতর্ক না হয় তাহলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাড়ানো হবে জরিমানার পরিমাণ। মাস্ক নিয়ে আরো বেশি প্রচার চালানোর নির্দেশও দেওয়া হবে।
মাস্ক পরা নিশ্চিত করতে বাড়বে জরিমানার পরিমাণ
নিজস্ব প্রতিবেদক: মাস্ক পরার বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জরিমানার পরিমাণ বাড়ানো হবে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সচিব।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে এজেন্ডার বাইরে মাস্ক পরার বিষয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে কয়েক হাজার মানুষকে জরিমানা করা হয়েছে। এর পরও যদি মানুষ সতর্ক না হয় তাহলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাড়ানো হবে জরিমানার পরিমাণ। মাস্ক নিয়ে আরো বেশি প্রচার চালানোর নির্দেশও দেওয়া হবে।