যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া জো বাইডেন মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী এবং বর্ষীয়ান কূটনৈতিক অ্যান্টনি ব্লিঙ্ককে দিতে পারেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। ব্লুমবার্গের প্রতিবেদনেও একই ইঙ্গিত দেয়া হয়েছে।
বাইডেন গত সপ্তাহে জানান, বাইডেন ইতিমধ্যে ট্রেজারার সেক্রেটারি ঠিক করে ফেলেছেন। এই দায়িত্ব পেতে পারেন জেনেট ইয়েলেন।
মন্ত্রিসভায় দেখা যেতে পারে দুই বাঙালিকে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিজ্ঞানী অরুণ মজুমদারকে জ্বালানিমন্ত্রী করা হতে পারে।
আইআইটি বোম্বের এই সাবেক শিক্ষার্থী এর আগে বারাক ওবামার আমলেও আন্ডারসেক্রেটারি অফ এনার্জি হিসেবে দায়িত্ব সামলেছেন।
অরুণের পাশাপাশি আরেক ভারতীয় বংশোদ্ভূত বিবেক মূর্তিকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেয়া হতে পারে।
নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।
তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা রয়েছে।
প্রাথমিক ফলাফলে হারলেও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কোনোরকমে তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন।তবে এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে সুরক্ষিত’ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন দেশটির নির্বাচনী কর্মকর্তারা।