নার্ভাস না হয়ে করোনার দ্বিতীয় প্রবাহ মোকাবেলায় হবে: প্রধানমন্ত্রী

0
0

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা অতিমারি দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

দেশের চিকিৎসা সেবা উন্নত করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নার্ভাস না হয়ে করোনার দ্বিতীয় প্রবাহ মোকাবেলায় যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

এক হাজার কোটি টাকার টিকার আগাম অর্ডার বা বুকিং দেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই টিকা আসলে সুষ্ঠুভাবে বণ্টন করা হবে। আসছে করোনার ধাক্কা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের জনগণের অধিকার আদায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছে জানিয়ে দলের সভানেত্রী বলেন, একমাত্র আওয়ামী ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসায় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করেছে সাধারণ মানুষ।

এর মধ্যেও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি মহল। বিদেশের কাছে দেশের সম্পর্কে মিথ্যা কথা বলে ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here