নিজস্ব প্রতিবেদক: পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলিকৃত পুলিশ কর্মকর্তা পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার, র্যাবের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোঃ আনোয়ার হোসেন খানকে র্যাবের পরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার ডিএমপি সূত্রে জানা যায়, রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। সূত্র : বাসস