করোনায় আক্রান্ত বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান

0
28

ক্রীড়া ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও বসুন্ধরা কিংস ক্লাবের সভাপতি ইমরুল হাসান। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েকদিন ধরেই এই ফুটবল সংগঠকের শরীরে জ্বর এবং কাশি ছিল। গতকাল সোমবার রাতে শারীরিক অবস্থা অবনতি হলে ইমরুলকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইমরুল হাসানের দ্রুত আরোগ্য কামনা করেছেন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক জনাব মো: আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ। তারা ইমরুল হাসানের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’র দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে। গত রোববার নমুনা পরীক্ষায় জেমি ডে’র করোনা শনাক্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here