নিজস্ব প্রতিবেদক: কারাগারে থাকা বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
মীর নাসিরের জামিন আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন।
আদালতে মীর নাসিরের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।
দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির এই নেতা গত ৮ নভেম্বর ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারপর থেকে তিনি কারাগারে আছেন।
এই মামলায় দণ্ডিত মীর নাছিরের ছেলে মীর হেলাল উদ্দিন গত ২৭ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন। তাকেও কারাগারে পাঠানো হয়েছিল। পরে জামিনে মুক্ত হন মীর হেলাল।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় মামলা করে দুদক। সে মামলায় বিশেষ জজ আদালত মীর নাসিরকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।
ওই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসির ও মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন।
তবে হাইকোর্টের সেই রায় বাতিল চেয়ে দুদক পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে। এরপর আপিল বিভাগ ২০১৪ সালের ৩ জুলাই হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টেই মামলাটি বিচারের নির্দেশ দেয়।
সেই নির্দেশের পর পুনরায় শুনানি শেষে গত বছর ১৯ নভেম্বর রায় দেয় হাইকোর্ট। এই রায়ে নিম্ন আদালতের দেওয়া সাজা আবার বহাল রাখা হয়। ১৫৯ পৃষ্ঠার এই রায়ে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
তবে তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করলে সে আবেদন খারিজ হয়। এরপর একে একে মীর হেলাল ও মীর নাসির বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়।