১৪ শতাংশ ভোট: জিতলেন নৌকার হাবিব

0
17

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫৩৬৯ ভোট।

বৃহস্পতিবার রাতে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

এ উপনির্বাচনে ভোট পড়েছে মোট ১৪ দশমিক ১৮ শতাংশ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসনটি খালি হয়। বৃহস্পতিবার এ আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এ আসনে ভোটার পৌনে ছয় লাখের বেশি। তবে ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি।

নির্বাচনে অংশ নিয়ে গণফ্রন্টের কাজী মো শহিদুল্লাহ ১২৬, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক ৯১, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো. মহিবুল্লাহ বাহার ৮৭ ভোট পেয়েছেন।

তবে বৃহস্পতিবার বিকেলে ভোটগ্রহণ শেষে উত্তরায় নিজ নির্বাচনী কার্যালয়ে কেন্দ্র দখল, ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া এবং সাধারণ ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ঢাকা-১৮ আসনের উপনির্বাচন প্রত্যাখানের ঘোষণা দেয় বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here