নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান থানায় করা অর্থপাচারের মামলায় প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমসহ তাঁর সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম এই আদেশ দেন। এদিন জি কে শামীমসহ আট আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁকে বিচারক এই মামলায় দোষী কিংবা নির্দোষ প্রশ্ন করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপরে বিচারক তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
অভিযোগ গঠন করা অপর আসামিরা হলেন দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
গত ২০ সেপ্টেম্বর গুলশান নিকেতনের নিজ কার্যালয় থেকে জি কে শামীমকে সাত দেহরক্ষীসহ আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে সময় তাঁর অফিস থেকে এক কোটি ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে স্থায়ী আমানত (এফডিআর) পায় র্যাব। এ ছাড়া সেখান থেকে মার্কিন ডলার, মদ ও অস্ত্র উদ্ধার করে র্যাব।
পরে জি কে শামীমের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা হয়। এসব মামলায় তাকে রিমান্ডেও নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।