নিজস্ব প্রতিবেদক: ২২ ঘণ্টা পর আবারও স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইন মেরামত ও দুর্ঘটনা কবলিত তেলবাহী লরি উদ্ধার শেষ হওয়ায় আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল সহকারী ষ্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন।
তিনি জানান, ‘গতকাল শনিবার বেলা ১২টায় দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ সকাল পৌনে ১০টার দিকে ট্রেন চলাচলের উপযোগী করে লাইন ক্লিয়ার করা হয়। তবে কালভার্ট মেরামতসহ আরও কিছু কাজ বাকি রয়েছে। যা ট্রেন চলাচল স্বাভাবিক রেখে সম্পন্ন করা হবে।’