লালমনিরহাটে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

0
0

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের বুড়িমারীতে ‘কোরআন অবমাননার’ গুজব ছড়িয়ে আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবী জুয়েলকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলায় প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মো. আবুল হোসেন (৪৫)।

আজ শনিবার ভোরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ডিবির মিরপুর বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে তিন মামলায় মসজিদের খাদেমসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হলো।

২৯ অক্টোবর সন্ধ্যায় বুড়িমারীতে ‘কোরআন অবমাননার’ গুজব ছড়িয়ে রংপুর শালবন এলাকার বাসিন্দা জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় তার চাচাতো ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার এসআই শাহজাহান আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে তিনটি মামলা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here