মার্কিন যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর নাগাদ দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬০ হাজার ৪৬৪ জন।
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে নতুন এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৬৩ লাখ ৯২ হাজার ৩২৯ জন। মারা গেছেন ২ লাখ ৪২ হাজার ২৫৬ জন।
যুক্তরাষ্ট্র বাদে ১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে আর ৮টি দেশে: ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং ব্রিটেন।
ভারতে ৮৪ লাখ ৬২ হাজার ৮০ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৬০৫ জন।
বেশি আক্রান্তের দেশগুলোতে নতুন করে লকডাউন শুরু হচ্ছে। ব্রিটেনে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘চিকিৎসা এবং মানবিক বিপর্যয়ের’ আশঙ্কা করছেন তিনি।
জনসনের দেশে এখন পর্যন্ত ১১ লাখ ৪৬ হাজার ৪৮৪ জন নভেল করোনাভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪৮ হাজার ৪৭৫ জন।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের অবস্থা এখনো সেই আগের মতো। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৩৫ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৫৬ লাখ ৩২ হাজার ৫০৫ জন।