লালমনিরহাট জেলায় পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় ১ নম্বর অভিযুক্ত মো. আবুল হোসেন ওরফে হোসেন আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ-ডিবি।
শনিবার ভোরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ডিবি’র মিরপুর বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার।
বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বুড়িমারীতে মসজিদে কোরআন অবমাননার অভিযোগ তুলে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েল নামে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে পরে তার লাশ পুড়িয়ে দেয় উচ্ছৃঙ্খল কিছু লোক।
এ ঘটনায় দায়েরকৃত তিন মামলায় এর আগে মসজিদের খাদেমসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কয়েক জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।