‘বিএনপি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়’

0
33

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে উপনির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। গণতন্ত্রকে সমুন্নত রাখতে অত্যাচার নির্যাতন সহ্য করে কারচুপির এ নির্বাচনে অংশ নিচ্ছে।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকায় জিকেএস মিলনায়তনে নির্বাচনী পরিচালনা কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, যদি পাবনার ঈশ্বরদী-আটঘরিয়া আসনের মতো ষড়যন্ত্রের নির্বাচন হয় তাহলে আগামী ১২ তারিখের পর বিএনপি আগামী নির্বাচনে যাবে কী যাবে না তা ভেবে দেখবে।

তিনি বলেন, আগামী ১২ তারিখ পর্যন্ত আমাদের প্রার্থী যেখানে যাবে আমি দলনেতা হিসেবে সেখানেই যাব। আপনারা আমাকে সাহায্য করবেন। ইনশাআল্লাহ আমি ঘরে ফিরে যাব না। মারলে মার খেয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকব।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান বাচ্চু, বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান, সিমকী ইমাম খান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here