নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় স্বামীর সংশ্লিষ্টতা পেয়েছে হাইকোর্ট গঠিত তদন্ত কমিটি। একই সাথে বেগমগঞ্জ থানার ওসিসহ প্রশাসনের গাফিলতি পেয়েছে এ কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চে এ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।
বেগমগঞ্জের ওই ঘটনায় নির্যাতিতা নারীর স্বামীর সংশ্লিষ্টতা পেয়েছে হাইকোর্ট গঠিত তদন্ত কমিটি। একই সাথে অভিযুক্ত দেলোয়ার, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বেগমগঞ্জ সার্কেলের এএসপিসহ প্রশাসনের গাফিলতি পেয়েছে এ কমিটি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন দাখিলের পর এবিষয়ে শুনানিতে আদালত মন্তব্য করেছেন, দেলোয়ার এ ঘটনার মূলহোতা। এটি নৃশংস ঘটনা। গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে ঘটনাটি। মানবিক বোধের চরম অবক্ষয় এ ঘটনা। এ ঘটনায় দেলোয়ার বাহিনীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে নারীর প্রতি সহিংসতা, নির্যাতনে নজীর সৃষ্টি হবে।