নিজস্ব প্রতিবেদক: মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল বকু ও মধুখালী আইনউদ্দীন কলেজের সাবেক জিএস শাহরিয়ার রুমি রুনি সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর কাশি ও ডায়াবেটিক রোগে অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মির্জা মনিরুজ্জামান বাচ্চু। সেখান থেকে করোনার নমুনা নিয়ে পরীক্ষা করানো হলে তার পজিটিভ আসে।
তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে রোববার রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।
মধুখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু জানান, বুধবার বাদ আসর মধুখালী ঈদগাহ ময়দানে জানাজা শেষে মধুখালী কবরস্থানে প্রশাসনিক ব্যবস্থাপনায় বাচ্চুর লাশ দাফন করা হবে।
মির্জা মনিরুজ্জামান বাচ্চুর মৃত্যুতে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল , সাবেক সংসদ সদস্য আবদুর রহমান ও সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকন্দার, মধুখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহবুদ্দীন আহমেদ সতেজ,মীর আনিস ও সাবেক জিএস কামরুল ইসলাম ভুইয়া গভীর শোক প্রকাশ করেছেন।