তৃতীয় দিনে গড়াল নৌ-শ্রমিকদের ধর্মঘট

0
0

নিজস্ব প্রতিবেদক: নৌপথে সন্ত্রাস বন্ধ, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে তৃতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের ধর্মঘট। দাবি পূরণ না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তাঁরা। এদিকে, ধর্মঘট বিষয়ে রাজধানীর বিজয়নগরে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কার্গো মালিক সমিতি।

কার্গো মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, নৌ-শ্রমিকেরা যে আন্দোলন করছেন, সেগুলো অযৌক্তিক আন্দোলন। ২০১৬ সালে যে গেজেট প্রকাশিত হয়েছে, সে অনুযায়ী তাঁদের বেতন-ভাতা দেওয়া হচ্ছে। আগামী ২০২১ সাল পর্যন্ত এই গেজেটেই বেতন হওয়ার কথা। এর আগে কোনো দাবিদাওয়া অযৌক্তিক। তবে যদি শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করেন, তাহলে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছে।

কার্গো মালিক সমিতির পক্ষ থেকে আরো জানানো হয়, সাধারণ জাহাজ মালিকেরা অনেক অসুবিধার মধ্যে রয়েছেন। কমপক্ষে তিন মাস কোনো ট্রিপ পাওয়া যায়নি। সরকারের পক্ষ থেকেও কোনো প্রণোদনা পাওয়া যায়নি। তারপরও বেতন-ভাতা ও বোনাস চালিয়ে যাওয়া হয়েছে।

কার্গো মালিক সমিতির দাবি, শ্রমিকেরা সন্তুষ্ট থাকলেও কিছু নেতার নেতৃত্বের কারণে শ্রমিকেরা এই আন্দোলন করছেন।

এদিকে, ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা এ কর্মবিরতির ফলে অচল হয়ে পড়েছে মোংলা বন্দর।

মোংলা থেকে প্রতিনিধি আবু হোসাইন সুমন জানিয়েছেন, মোংলা বন্দরের আউটারবার ও পশুর চ্যানেলে অবস্থানরত সব বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহন কাজ সম্পূর্ণ বন্ধ থাকায় এতে বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়েছেন বিদেশি জাহাজ মালিকসহ বন্দর-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানিয়েছেন, দাবি আদায়ের লক্ষ্যে তাদের কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত সরকার কিংবা মালিকপক্ষ থেকে তাঁরা কোনো প্রস্তাব বা সাড়া পাননি। তবে দাবির বিষয় নিয়ে আলোচনার কথা চলছে বলে জানান তিনি।

খুলনা থেকে প্রতিনিধি মুহাম্মদ আবু তৈয়ব জানিয়েছেন, ধর্মঘটের কারণে খুলনার রুজভেল্ট জেটি ৪, ৫, ৬ ও ৭ নম্বর ঘাট থেকে যশোরের নওয়াপাড়া ঘাটে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশন খুলনার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, তাঁদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে ২৬ অক্টোবর যাত্রী পরিবহন বন্ধ হয়ে যাবে।

এদিকে নৌযান ধর্মঘট আর তিন থেকে চার দিন অব্যাহত থাকলে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন পেট্রোলপাম্প মালিক সমিতির খুলনার সভাপতি আবদুল গাফফার বিশ্বাস।

চট্টগ্রাম থেকে নৌযানের মাধ্যমে খুলনার খালিশপুর ডিপোতে জ্বালানি তেল সরবরাহ করা হয়। ধর্মঘটের ফলে কোনো নৌযান জ্বালানি তেল পরিবহন করছে না। খুলনার খালিশপুর ডিপো থেকে খুলনাসহ দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেল সরবরাহ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here