বিনোদন ডেস্ক: নায়িকা হিসেবে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন দীঘি। তার নায়ক বাপ্পী চৌধুরী। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় বাপ্পী-দিঘী জুটির প্রথম এ ছবির নাম ‘তুমি আছো তুমি নেই’।
শনিবার রাতে বাপ্পী-দিঘী দুজনেই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত আলাপে পুরোপুরি রোমান্টিক ঘরানার এ ছবিতে বাপ্পীর বিপরীতে চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করে দীঘি বললেন, আশা করছি আমাদের রোমান্স জমে উঠবে এবং দর্শকও জুটি হিসেবে আমাদের গ্রহণ করবে।
বাপ্পী চৌধুরী নায়ক হিসেবে প্রতিষ্ঠিত। প্রায় ৩০টি ছবিতে তিনি কাজ করেছেন। অন্যদিকে, দিঘী শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। তার ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
দীঘি বলেন, ‘‘তুমি আছো তুমি নেই’ হবে পিওর রোমান্টিক ছবি হবে। স্ক্রিপ্টটা এখনো হাতে পাইনি। তবে গল্পের যা ধারণা পেয়েছি; তাতে মনে হয়েছে, ভালো একটি কাজ হতে আসছে। যেহেতু রোমান্টিক ছবি তাই বাপ্পী ভাইয়ের সঙ্গে রোমান্স দর্শক পছন্দ করবেন।’’
তিনি আরও যোগ করে বলেন, ‘‘বাপ্পী ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি। কিন্তু তার সঙ্গে আগে থেকে পরিচয় রয়েছে। ছোটবেলা থেকে যতগুলো কাজ করেছি সব ছবিতে সহশিল্পীদের সহযোগিতা পেয়েছি। আশা করছি, বাপ্পী ভাইও ভালোভাবে কাজটিতে সহযোগিতা করবেন।’’
‘তুমি আছো তুমি নেই’ ছবির মাধ্যমে আবারও দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন বাপ্পী চৌধুরী। এর আগে তিনি এ নির্মাতার ‘এপার ওপার’ ছবিতে কাজ করেছিলেন।
সেই ছবিতে নায়িকা হিসেবে ছিলেন আঁচল। এবার দিঘী।
চ্যানেল আই অনলাইনকে বাপ্পী বলেন, ‘‘প্রাথমিকভাবে ছবির নাম ‘তুমি আছো তুমি নেই’ রাখা হলেও পরিবর্তন হতে পারে। ঝন্টু আঙ্গেল জানিয়েছেন এ ছবিটা যাতে তার জীবনের শ্রেষ্ট ছবি হয় সর্বোচ্চ চেষ্টা দিয়েই বানাবেন।’’
‘‘ছবিতে আমার নতুন লুক থাকবে। শুটিং শুরু হবে নভেম্বরের শেষ দিকে। তার আগে প্রস্তুতি নেয়ার সময় পাবো। শনিবার রাতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, আমার সঙ্গে দিঘীকে দর্শক গ্রহণ করবেন।’’
বাপ্পী-দিঘীর ‘তুমি আছো তুমি নেই’ ছবিটি প্রযোজনা করছে এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল। যদিও এর আগে তারা একটি মাত্র ছবি প্রযোজনা করেছে।
এই প্রোডাকশন হাউজ সম্পর্কে প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সহকারী সোমেন্দ্র চন্দ্র রায় চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের মালিক সিমি ইসলাম কলি। তিনি প্রযোজক সমিতির কার্যনির্বাহী কমিটির একজন সদস্য। এর আগে এই হাউজ থেকে ‘নারীর শক্তি’ নামে একটি ছবি নির্মিত হয়েছে।’