নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের শরণখোলায় স্ত্রীকে হত্যার অভিযোগে পুলিশ সদস্য সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার তাফালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তার স্ত্রী জোৎসনাকে হত্যা করে। এরপর মরদেহ বস্তায় ভরে গুম করে ফেলার আগেই বিষয়টি জানাজানি হলে সাদ্দামকে পুলিশ আটক করে।
পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। জোৎসনার মরদেহ শরণখোলা থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘাতক সাদ্দাম হোসেন শরণখোলা উপজেলার তাফালবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে।
জোৎসনা সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী। তারা শরণখোলা সদরের একটি ভাড়া বাসায় থাকতেন।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছি। পারিবারিক কলহের কোন পর্যায়ে স্ত্রীকে হত্যার মতো ঘটনা ঘটল তার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান এসপি।