নিজস্ব সংবাদদাতা: নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে নির্যাতন করার ঘটনায় যারা অপরাধী তাদের খুব শিগগিরই আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে সম্প্রতিক ধর্ষণসহ অসামাজিক কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, নোয়াখালীর ঘটনা চরম বর্বরতা। এ ঘটনায় দুইজনকে বাদে সবাইকে গ্রেফতার করা হয়েছে। এখানে কোনো ধরনের গাফিলতি নিরাপত্তাবাহিনী দেখায়নি। খুব শিগগিরই আমরা তাদের আইনের মুখোমুখি করবো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট এম সি কলেজের ঘটনার শাস্তি নিশ্চিত করতে নির্ভূল তদন্ত রিপোর্ট প্রণয়নের কাজ চলছে। দেশে আইনের শাসন আছে বলেই সংঘটিত ধর্ষণসহ নানা অপকর্মে অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ধারা আগামীতেও অব্যহত থাকবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় করোনা কালে যথাযথ দ্বায়িত্ব পালন করেছে বলেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে।