নির্যাতনের ভিডিও প্রকাশের ভয় দেখায় আসামিরা

0
0

নারায়ণগঞ্জ সংবাদদাতাধ: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার পেছনে ব্ল্যাকমেল করে দুর্বৃত্তদের আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্য ছিলো। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জে ব্রিফিং করে এসব জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১১।

এর আগে ৫ অক্টোবর রাত আড়াইটায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেনকে (২৬) একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। পরে দেলোয়ারের দেয়া তথ্যানুযায়ী, ৫ অক্টোবর ভোর সাড়ে ৫টায় ঢাকার কামরাঙ্গীরচরের ফাঁড়ির গলি এলাকা থেকে ঘটনার প্রধান আসামি নূর হোসেন বাদলকে (২০) গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম প্রেস কনফারেন্সে সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা ঘটনা ঘটানোর কয়েক দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে নির্যাতিতার কাছে টাকা দাবি করে।

এর আগে ৪ অক্টোবর বেগমগঞ্জ উপজেলা থেকে এ মামলার আসামি আব্দুর রহিম (২০) ও রহমত উল্লাহকে (৩১) গ্রেফতার করে পুলিশ।

র‌্যাব অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই আসামি দেলোয়ার ও বাদল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ব্রিফিংয়ে বলা হয়, গোয়েন্দা তথ্য মতে জানা গেছে দেলোয়ার এলাকায় তার বাহিনী দিয়ে চাঁদাবাজি ও অস্ত্রবাজি করতো। ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা-পয়সা নিতো। তার বিরুদ্ধে দুটি মামলা আছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলা হয়, গোয়েন্দা তথ্য এবং জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ঘটনার পেছনে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির উদ্দেশ্য ছিল। কুমতলব থেকে তারা ওই রাতে এ ঘটনা ঘটিয়েছিল।

এসময় দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে ব্রিফিংয়ে বলা হয়, সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় নেই। সন্ত্রাসীরা আমাদের কাছে সন্ত্রাসীই। তাদের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করিনি, চেষ্টা করবও না। তারপরও তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলে আমরা জানাব।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখে স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে তারা মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা কাউকে কিছু জানালে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

ঘটনার প্রায় এক মাস পর রোববার (৪ অক্টোবর) ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে দেয়া হয়। ওই ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here