নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর আজ রোববার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস। এদিন সকাল ১০টায় ঢাকা কলেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থেকে অনলাইন ক্লাসের শুভ উদ্বোধন করবেন।
২০২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। শহরে এ সুবিধা নিশ্চিত করা হলেও মফস্বলের কলেজগুলোয় বা শিক্ষার্থীদের এ ব্যাপারে তেমন কোনো প্রস্তুতি নেই বলে জানা গেছে।
জানা গেছে, ঢাকার বাইরে মফস্বলের বেশিরভাগ শিক্ষার্থী বা অভিভাবকের স্মার্টফোন বা অনলাইন ক্লাসের জন্য অন্য কোনো ডিভাইস নেই। ফলে প্রায় ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থীর অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার উপায় নেই। ইন্টারনেটের উচ্চদাম ও গতি দুর্বল থাকায় অনলাইন ক্লাসে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া মফস্বলের শিক্ষকরাও তথ্যপ্রযুক্তিতে খুব একটা দক্ষ নন। এমনকি অনেক শিক্ষকেরই স্মার্টফোন নেই।