বাংলাদেশে নতুন আর্চবিশপ

0
0

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশপ বিজয় নিসফরাস ডি ক্রুজ বাংলাদেশে রোমান ক্যাথলিক চার্চের নতুন আর্চবিশপের দায়িত্ব পেয়েছেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ঢাকা আর্চডাইয়োসিসের যোগাযোগ কমিশন।

বর্তমান আর্চবিশপের দায়িত্বে থাকা কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও স্থলাভিষিক্ত হবেন বিজয় নিসফরাস ডি ক্রুজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সাল থেকে ঢাকায় আর্চবিশপের দায়িত্ব পালন করে আসছিলেনপ্যাট্রিক ডি রোজারিও। বাংলাদেশ থেকে তিনিই প্রথম কার্ডিনালের মর্যাদা পান। সম্প্রতি তিনি আর্চবিশপের দায়িত্ব থেকে অব্যাহতির জন্য ভ্যাটিকানে আবেদন করেন। ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস তার আবেদন মঞ্জুর করে বিজয় নিসফরাস ডি ক্রুজকে আর্চবিশপের দায়িত্ব দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাথলিক চার্চের নিয়ম অনুযায়ী একজন বিশপ ৭৫ বছর বয়সে অবসরে যেতে আবেদন করতে পারেন। সে অনুযায়ী, বর্তমান আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও ইতোমধ্যে সেই বয়স অতিক্রম করে ফেলেছেন। তবে তিনি আর্চবিশপের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও কার্ডিনাল হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
ঢাকার

১৯৫৬ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার পুরান তুইতালে জন্মগ্রহণ করেন নতুন আর্চবিশপ বিজয় নিসফরাস ডি ক্রুজ। ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি তিনি যাজক হিসেবে অভিষিক্ত হন। বিজয় নিসফরাস ডি ক্রুজ ২০১১ সালের ৮ জুলাই সিলেটের বিশপ হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি খুলনাতে বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here