নাঈমুল আবরারের মৃত্যু : অভিযোগ গঠনের শুনানি ১৩ অক্টোবর

0
0

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আজ বৃহস্পতিবার এই দিন ধার্য করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এ বিষয়ে বলেন, আজ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। বিচারক এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে ১৩ অক্টোবর অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছেন।

এ মামলার আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার এনটিভি অনলাইনকে বলেন, এ মামলায় প্রথম আলোর সম্পাদকসহ ১০ আসামি আদালতে হাজিরা দিয়েছেন। ১৩ অক্টোবর এই মামলায় আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হবে।

প্রশান্ত কুমার বলেন, মামলায় আসামিরা হলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক, হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন কবির বকুল, নির্বাহী শুভাশীষ প্রামাণিক, নির্বাহী শাহ পরাণ তুষার, কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, ডেকোরেশন ও জেনারেটর সরবরাহকারী প্রতিষ্ঠানের জসীম উদ্দিন, মোশাররফ হোসেন, সুজন ও কামরুল হাওলাদার।

নথি থেকে জানা যায়, গত বছরের ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে প্রথম আলোর সহযোগী ‘কিশোর আলো’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানের জন্য টানা বিদ্যুৎ-সংযোগে স্পৃষ্ট হয় শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাত। পরে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর ওই বছরের ৬ নভেম্বর নাঈমুল আবরারের বাবা মজিবুর রহমান বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে শিক্ষার্থী নাঈমুল আবরারের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here