শিক্ষা প্রতিষ্ঠানে ফের ছুটি বাড়ছে

0
0

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ছুটি ফের বাড়ানো হচ্ছে। আজ বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চূয়াল এক মতবিনিময় সভায় এমন আভাষ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি তো বাড়াতে হবে, তারিখটা আপনাদের জানিয়ে দেব।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, ছুটি আদতে কত দিন বাড়ানো হবে সে সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সংবাদ মাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল। বেশ কয়েক দফায় এ ছুটি বাড়িয়ে তা ৩ আক্টোবর পর্যন্ত করা হয়। তবে অনলাইনে পাঠদান চলছে।

এদিকে চলতি বছরের ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে তা স্থগিত করা হয়। তবে স্থগিত এ পরীক্ষা কবে নেওয়া হবে তা আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

অন্যদিকে মহামারির কারণে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেবে না সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে এসব শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করে উপরের শ্রেণিতে তোলার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী ছাড়াও ভার্চুয়াল সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক যুক্ত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here